সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল থেকে আরও ৮ জনকে অব্যাহতি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন পদে স্থান পাওয়া আরো ৮ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন, আহবায়ক কমিটির সদস্য ও বিভিন্ন উপজেলার যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ পদ লাভ করায় আরও ৭ জন।
বুধবার (২ অক্টোবর) সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতি দেওয়া হয়।
এতে বলা হয় একই ব্যক্তি এক সাথে দুটি অঙ্গ সংগঠনের দায়িত্বে থাকতে পারবেন না বিধায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন আহমদ কিনু, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সায়েফ আহমদ, যুগ্ম আহবায়ক মোঃ আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন, জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য তৌহিদুল রহমান শিপু, ওসমানীনগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সুহেল মিয়া রাহুল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল ও সংশিল্পষ্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এরআগে সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়ায় কমিটি ঘোষনার পর তাৎক্ষনিকভাবে গত ১৯ সেপ্টেম্বর সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ইমাম উদ্দিন, রজব আহমদ, শিমুল আহমদ, ফাহিম আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া সাত্তারকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
বুধবার (২ অক্টোবর) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
Related News

সিলেট থেকে স্পেনের উদ্দেশে উড়লো আরও একটি কার্গো ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ টন পণ্য নিয়েRead More

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৭,৫৪,০০০ শলাকা নাছির বিড়ি সহRead More
Comments are Closed