ইউএনবির উপদেষ্টা সম্পাদক হলেন ফরিদ হোসেন, সম্পাদকের দায়িত্বে মাহফুজুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহফুজুর রহমান এবং বর্তমান সম্পাদক প্রবীণ সাংবাদিক ফরিদ হোসেনকে উপদেষ্টা সম্পাদক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
ইউএনবির সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে সময় টিভিতে সম্পাদক (ওয়েব) হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজুর রহমান।
ইউএনবির ইমেরিটাস সম্পাদক এনায়েতুল্লাহ খান বলেন, ‘মাহফুজকে আবার বোর্ডে পেয়ে আমরা খুব খুশি। এজেন্সি সাংবাদিকতায় তার বিপুল অভিজ্ঞতা রয়েছে। তার অভিজ্ঞতা ইউএনবির সম্পাদকীয় মান উন্নয়নে সহায়তা করবে।’
এনায়েতুল্লাহ খান আরও বলেন, সাংবাদিকতায় যে আমূল পরিবর্তন এসেছে ইউএনবিকে তার সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল পথচলায় এগিয়ে নিতে মাহফুজের দক্ষতা সহায়তা করবে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ঢাকা ব্যুরো চিফ ও ইউএনবির প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ হোসেন তার কর্মজীবনের বেশিরভাগ সময় আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। এর মধ্যে টাইম ম্যাগাজিন ও কলকাতার দ্য টেলিগ্রাফ অন্যতম।
এছাড়াও ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওকাব) সভাপতি এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন।
মাহফুজুর রহমান শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা ইউএনবিতে কর্মজীবন শুরু করেন। পরে ইউএনবির নির্বাহী সম্পাদক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এছাড়াও তিনি ডেইলি সান ও বিডিনিউজ২৪ডটকমে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
শতাধিক সংবাদদাতা নিয়ে দেশব্যাপী নেটওয়ার্কের পাশাপাশি ইউএনবির নিউইয়র্ক, নয়াদিল্লি, বেইজিং, কায়রো, লস অ্যাঞ্জেলেস, লন্ডন, ব্রাসেলস, টোকিও এবং সিঙ্গাপুরেও আন্তর্জাতিক সংবাদদাতা রয়েছে। ২ কোটিরও বেশি দর্শক, শ্রোতা এবং পাঠকদের কাছে সংবাদ পরিবেশন করে এই বার্তা সংস্থা।
বর্তমানে ইউএনবির বিশ্বের ৪০টিরও বেশি দেশের সঙ্গে সংবাদ বিনিময় চুক্তি রয়েছে- আমেরিকার অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), চীনের সিনহুয়া, ভারতের পিটিআই, জাপানের কিয়োদো, মালয়েশিয়ার বার্নামা, এশিয়ানেট, দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ, রাশিয়ার আইটিএআর-টিএএসএস নিউজ এজেন্সি, আফ্রিকার এফএএপিএ, সাইপ্রাসের সিএএন, মরক্কোর নিউজ এজেন্সি এমএপি, অর্গানাইজেশন অব এশিয়া-প্যাসিফিক নিউজ এজেন্সিস (ওএএনএ) ও সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস নিউজ এজেন্সি (ডব্লিউএএম)।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ইউএনবি দক্ষিণ এশিয়ার প্রথম পরিপূর্ণ ডিজিটাল বার্তা সংস্থা। বিশ্বের সর্ববৃহৎ তারবার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) ইউএনবির সংবাদ বিনিময়ের অংশীদার।
নিউজ এজেন্সি ওয়ার্ল্ড কংগ্রেসের (এনএডব্লিউসি) সদস্য ইউএনবি সর্বদা সংবাদের সত্যতা এবং যথার্থতার ওপর গুরুত্ব দিয়ে আসছে।
এছাড়াও ইউএনবি অর্গানাইজেশন অব এশিয়া-প্যাসিফিক নিউজ এজেন্সিজ (ওএএনএ) ও এশিয়ানেটের বোর্ড সদস্য।
Related News
মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার, সম্পাদক শেফুল
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে সরওয়ার আহমদ ও সাধারণRead More
ইউএনবির উপদেষ্টা সম্পাদক হলেন ফরিদ হোসেন, সম্পাদকের দায়িত্বে মাহফুজুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহফুজুর রহমানRead More
Comments are Closed