শাহজালাল বিশ্ববিদ্যালয়ের হল খুলবে ৮ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছেলেদের আবাসিক হলগুলো আগামী ৮ অক্টোবর খুলে দেওয়া হবে। ক্লাস-পরীক্ষা কার্যক্রম ২০ অক্টোবর থেকে শুরু হবে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির।
সভায় বিভাগগুলোর পরীক্ষা কার্যক্রম ১৯ নভেম্বরের মধ্যে শেষ করার সিদ্ধান্তও হয়েছে।
রেজিস্ট্রার বলেন, “আগামী ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর মধ্যে ছাত্ররা আবাসিক হলে উঠতে পারবে। এরপর ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষা শুরু হবে। তবে বিভাগগুলোকে পরীক্ষা কার্যক্রম ১৯ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।”
ঈদুল আজহা, গ্রীষ্মকালীন ছুটির কারণে গত ২৬ মে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ হয়। পরে পেনশন স্কিম সংক্রান্ত শিক্ষকদের কর্মবিরতির কারণে তা আর শুরু করা যায়নি। এরপর ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাস অভিভাবকশূন্য হয়ে পড়লে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।
এছাড়া ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান করার অভিযোগ এনে গত ২৬ আগস্ট ছেলেদের আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেন এলাকাবাসী। এরপর থেকে প্রায় একমাস কেটে গেলেও শিক্ষার্থীরা হলে উঠতে পারেননি। তবে মেয়েদের হলগুলো যথারীতি খোলাই ছিল।
Related News
মঙ্গলবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী মঙ্গলবারRead More
সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ৩ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) তে ৪ বিষয়ে গুচ্ছ ভর্তিRead More
Comments are Closed