Main Menu

জকিগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় বজ্রপাতে রেদোয়ান আহমদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার আটগ্রামের নোয়াগ্রামে এই ঘটনা ঘটে। নিহত রেদোয়ান ওই গ্রামের মাসুক আহমেদের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর একটার দিকে বাবার সঙ্গে রেদোয়ান ও তার এক ভাই বাড়ির পাশে মাছ ধরতে যায়। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতে রেদোয়ান গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার এসআই মফিদুল হক সজল। তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

Share

Related News

Comments are Closed