Main Menu

সিসিকের বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবি জানিয়েছে সিলটি পাঞ্চায়িত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অযৌক্তিকভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত।

সোমবার (১৩ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজ রীহান জামান বলেন, সম্প্রতি নগরীর ২৭টি ওয়ার্ডে হোল্ডিং ট্যাক্স যে হারে বাড়ানো হয়েছে তা অযৌক্তিক। হোল্ডিং ট্যাক্স পূণর্মূল্যায়নের প্রক্রিয়াটি যথাযথ এবং স্বচ্ছভাবে করা হয়েছে বলে মনে হচ্ছে না। এটা সম্পূর্ণ গণবিরোধী সিদ্ধান্ত বলে আমরা মনে করি। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির এই সময়ে এ ধরনের সিদ্ধান্ত “মরার উপর খাড়ার ঘা” এর শামিল। পঞ্চবার্ষিক মূল্যায়নের নামে যে হারে ট্যাক্স বাড়ানো হয়েছে, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ অবিলম্বে এই ভৌতিক হোল্ডিং ট্যাক্স বাতিল করে বাস্তবসম্মত এবং বিগত বছরের হোল্ডিং ট্যাক্সের সাথে সমন্ময় করে হোল্ডিং ট্যাক্স পুনঃনির্ধারণ করার জোর দাবি জানান।

নেতৃবৃন্দ দ্রুত এই সমস্যার সমাধান করতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed