Main Menu

সিলেটে চোরাই পথে আনা পিকআপ ভর্তি ১৮টি গরু উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভারত থেকে চোরাই পথে আনা ১৮টি গরুসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ জসিম উদ্দিন (৩৫), মোঃ সাদেক মিয়া (৪২), মোঃ রহিছ মিয়া (৩৯)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শালা বাইপাস এলাকা থেকে গরুসহ তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট থানার বড়শালা বাইপাস এলাকায় ৩টি পিকআপ গাড়ীতে ভারত হতে অবৈধভাবে চোরাইপথে আনা ১৮টি গরু উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় ৩ চোরাকারবারীকে।

ঘটনার সতত্যা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ১৮টি গরু জব্দ করে আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Share





Related News

Comments are Closed