Main Menu

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য আহত

বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুলালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল ইসলাম নান্নু (৫০) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আহত সাইফুল ইসলাম নান্নু উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের মৃত গনি মিয়ার ছেলে। তিনি ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

স্থানীয়রা জানান, ভারত থেকে গরু আনতে সন্ধ্যার পর তালুক দুলালী বড় মালদি সীমান্তে ২১নং পিলার এলাকার কাঁটাতারের বেড়ার পাশে যান গরু ব্যবসায়ী সাইফুল ইসলাম নান্নুসহ কয়েকজন রাখাল। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়লে সাইফুল ইসলাম নান্নু গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। খবর পেয়ে বিজিবি সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিক্রম চন্দ্র বলেন, ‘আহত সাইফুল ইসলাম নান্নু পিঠের নিচে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত হয়েছেন বলে শুনেছি। নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে।’-খবর ইউএনবি

Share





Related News

Comments are Closed