Main Menu

সিলেটে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ১৫ মিনিটের ঝড়ো হাওয়া ও বজ্রসহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল দমকা বাতাস।

রোববার (৩১ মার্চ) রাত সাড়ে দশটার দিকে শুরু হয় ঝড়ো হাওয়ার সাথে এই শিলাবৃষ্টি ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী ছিল।

জানা যায়, শিলা বৃষ্টিতে সিলেট নগরীসহ আশ পাশ এলাকায় ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। বড় বড় শিলায় নগরীর বিভিন্ন জায়গায় মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশার গ্লাস ফেঁটে যায়। বিভিন্ন বাসার জানালার কাঁচের গ্লাস, অনেকের টিনের চাল শিলার আঘাতে ফুটো হয়ে গেছে। আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তায় অবস্থান করা অনেকেই।

এছাড়াও গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে শিলার আঘাতে দুই ব্যক্তির মাথা ফেঁটে যায়। বর্তমানে স্থানীয় চিকিৎসক বি. কর্মকার এর কাছে চিকিৎসা চলছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে সিলেট নগরীতে হঠাৎ শিলা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ঈদের শপিংয়ে আসা ক্রেতারা। হঠাৎ করেই শিলা বৃষ্টি শুরু হলে দিক বেদিক ছুটোছুটি করে বিভিন্ন মার্কেটে আশ্রয় নেন তারা।

অপরদিকে এরআগে সিলেটে এরকম শিলাবৃষ্টি দেখা যায়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন অনেকেই।

এরআগে আবহাওয়া অধিদফতর সিলেট বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।

 

 

 

Share

Related News

Comments are Closed