লন্ডনে দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জের নাট্যনির্মাতা ফুরুখের মৃত্যু
প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি নাট্যনির্মাতা জিএম ফুরুখ।
তার দেশের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামে।
স্থানীয় সময় শনিবার (১৬ মার্চ) রাত ১২টার দিকে লন্ডনের ইলফোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রোববার (বাংলাদেশ সময় ১৭ মার্চ) জিএম ফুরুখের সঙ্গে একটি ছবি পোস্ট করে লন্ডন প্রবাসী অভিনেতা স্বাধীন খসরু লিখেছেন, ‘প্রতিনিয়ত যত না জন্ম সংবাদ পাই তার থেকে অনেক বেশি পাই মৃত্যু সংবাদ! প্রিয় ছোট ভাই নাট্য ও চলচ্চিত্র নির্মাতা জিএম ফুরুখ সড়ক দুর্ঘটনায় আহত হলে রয়েল লন্ডন হাসপাতালে নেওয়া হয়। প্রায় চার ঘণ্টা অস্ত্রোপচার করার পরও বাঁচানো যায়নি।’
অভিনেতা আরও জানান, অন্য একটি গাড়ি চাপা দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান জিএম ফুরুখ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই তিনি লন্ডনে বসবাস করছিলেন। সেখানে বেশ কিছু স্থানীয় নাটকও নির্মাণ করেছেন। তবে তার নির্মাণে সিলেটি আঞ্চলিক ভাষার কয়েকটি নাটক ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘স্বপ্নের বিলাত’, ‘রেড পাসপোর্ট’, ‘পার্টনার’, ‘ভীমরতি’, ‘ঘাম’, ‘স্বপ্ন ডাকাত’, ‘ব্রাদার্স হাউস’, ‘হরেক রকম ভালোবাসা’ সহ বেশ কিছু নাটক নির্মাণ করেছেন তিনি।
Related News
হুজহু’র প্রকাশনা ও অ্যাওয়ার্ডের ১৫তম আসর অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির সাফল্যগাঁথা ও অগ্রযাত্রার চিত্র ব্রিটিশ-বাংলাদেশীদের হুজহু প্রকাশনায় ফুটে উঠে।Read More
লন্ডনে রাইটস অব দ্যা পিপলের বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ফ্যাসিবাদের দোসর মোস্তফা সারোয়ার ফারুকীকে উপদেষ্টা থেকে অপসারণের দাবীতে ও চট্টগ্রামে তৌহিদীRead More
Comments are Closed