মাধবপুরে খাঁচাবন্দি ডাহুক-ময়না-টিয়া উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খাঁচাবন্দি ১২ পাখি উদ্ধার করেছে বন বিভাগ। পাখিগুলোর মধ্যে রয়েছে- ২টি তিলা ঘুঘু, ৪টি শালিক, ৩টি দেশি টিয়া, ১টি চন্দনা টিয়া, ১টি ডাহুক ও ১টি দেশি ময়না।
এসময় পাখি শিকারের অসংখ্য ফাঁদ ও খাঁচা জব্দ করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক বা জরিমানা করা হয়নি।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার মাধবপুর শহর, আদাঐর ইউনিয়নের মিরাশানি ও সোনাই ইটভাটা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও সাতছড়ির রেঞ্জ কার্যালয়।
অভিযানে সহযোগিতা করে স্থানীয় সংগঠন পাখি প্রেমিক সোসাইটি।
অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান, সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল-আমিন উপস্থিত ছিলেন।
সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, মাধবপুর এলাকায় বেশ কয়েকজন পাখি শিকারির সন্ধান পেয়েছি। যারা পাখি শিকার ও বন্যপাখির অবৈধ বাণিজ্য করছে। দোষীদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News

চুনারুঘাটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে জায়গা নিয়ে বিরোধে আব্দুল হাইRead More

শায়েস্তাগঞ্জে অজ্ঞাতনামা লাশ উদ্ধার
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের অদূরে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছেRead More
Comments are Closed