স্বেচ্ছাসেবক দল নেতা রউফের সন্ধান দাবী সিলেট যুবদলের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে নিখোঁজ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফের সন্ধান চেয়ে তাঁকে জনসম্মূখে হাজিরের দাবী জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
একই সাথে ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল নেতাকর্মীদের মুক্তি এবং বাসা-বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী ও গণগ্রেফতার বন্ধের দাবী জানান তারা।
সোমবার (২৭ নভেম্বর) রাতে এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, বাকশালী সরকার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার বানচাল করতে হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। সরকারের সীমাহিন জুলুম-নিপীড়ন উপেক্ষা স্বতস্ফূর্ত গণ আন্দোলন জোরদার হওয়ায় জনমনে ভীতি সৃষ্টি করতেই সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফকে তুলে নেয়া হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে তাকে তুলে নেয়া হলেও সোমবার রাত পর্যন্ত সন্ধান না পাওয়ায় রউফের পরিবারের সাথে দলীয় নেতাকর্মীরাও উদ্বিগ্ন। তাকে দ্রুত জনসম্মূখে হাজির করার জোর দাবী জানাচ্ছি। তার বিরুদ্ধে কোন মামলা থাকলে তাকে দ্রুত আদালতে হস্থান্তরের দাবী জানাচ্ছি। হামলা-মামলা, খুন-গুম, গ্রেফতার-নির্যাতন চালিয়ে ফ্যাসিবাদী সরকারের শেষ রক্ষা হবেনা।
Related News

বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র কেন্দ্রীয় কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল)Read More

৬ দফা দাবিতে সিলেট বিক্ষোভ সমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ডেস্ক: ছয় দফা দাবিতে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেRead More
Comments are Closed