জগন্নাথপুরে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আব্দুল মোমিন (১৫) নামের এক কিশোর।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের হলদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই কিশোর হলদিপুর গ্রামের সাজন মিয়ার ছেলে।
শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আব্দুল মোমিন হাওর থেকে নিজেদের গরু নিয়ে বাড়ি ফিরে। এসময় ভাত খাওয়া নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে ওই কিশোর নিজ শয়নকক্ষে ডুকে দরজা বন্ধ করে দেয়। পরে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলে সে দরজা না খোলায় টিনের চালের ফাঁক দিয়ে ওই কিশোরকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মা একটু শাসন করাতে সে অভিমানে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Related News

শান্তিগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি)Read More

সুনামগঞ্জে চার সিএনজি সহ মুদি দোকানে ডাকাতি
বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে চারটি সিএসজি সহ একটি মুদি দোকানের মালামাল ডাকাতি করে নিয়ে গেছেRead More
Comments are Closed