সিলেটে ভারতীয় ১০০ বস্তা চিনি ও ২৩ বস্তা চা পাতাসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে ১০০ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে পাঠানটুল পল্লবী আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, পল্লবী আবাসিক এলাকার সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ডাম্প ট্রাক পালিয়ে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্যরা ট্রাকটি আটক করে। এসময় ট্রাকটির চালক মোঃ শওকত আলী (৩০) পুলিশের জিজ্ঞাসাবাদে ট্রাকে ভারতীয় চিনি আছে বলে জানায়। পরে পুলিশ ট্রাকটি তল্লাশী করে সর্বমোট ১০০ বস্তা ভারতীয় চিনি ও ডাম্প ট্রাকটি (রেজিঃ নম্বর-সিলেট-মেট্রো-ট-১১-০২৫০) জব্দ করে।
পরবর্তীতে আটককৃত মালামাল ও আটক আসামীকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এসআই(নিঃ) জুয়েল চৌধুরী বাদী হয়ে চার জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
মামলার আসামীরা হলো- ১। মোঃ শওকত আলী (৩০), থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেট, ২। মোঃ রানা আহমেদ শিপলু (৩৫), থানা- জালালাবাদ, জেলা-সিলেট, ৩। রুবেল হাসান (৩০), থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ, ও ৪। শাকিল(২৮), থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট। এরমধ্যে ১নং আসামীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সুরইঘাট এলাকা থেকে আসা ভারতীয় চা-পাতা বোঝাই একটি টাটা পিকআপ গাড়ীকে পুলিশ থামাতে চাইলে গাড়িচালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে গাড়ীর চালক গাড়িটি রাস্তার পাশে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরে পুলিশ নিয়ে গাড়িটিতে তল্লাশি করে ২৩ বস্তা ভারতীয় চা-পাতা উদ্ধার করে। এসময় পিকআপ (সিলেট মেট্রো ১১-১৯৩৯) গাড়িটিও জব্দ করা হয়।
কানাইঘাট থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ জানান, ভারতীয় চা-পাতা আটকের ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে বেপরোয়া চোরাচালান শুরু হয়েছে। চোরাকারবারীরা সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে প্রতিদিন শত শত বস্তা ভারতীয় চিনি, নাসির বিড়ি, চা-পাতা, শুটকি, কসমেটিক্স সামগ্রী, মোটরসাইকেল, গাড়ীর যন্ত্রাংশ, ইলেটক্ট্রনিক্স সামগ্রী, মোবাইল সেট, শাড়ী, মাদকদ্রব্য নিয়ে আসছে। অপরদিকে বাংলাদেশ থেকে মটরশুটি, মটরডাল, শুকনো কাটা সুপারি অবৈধভাবে ভারতে পাচার করছে।
তবে পুলিশ জানিয়েছে, চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
Related News
গোলাপগঞ্জে নদীভাঙনে বিলীন শতবর্ষের প্রাচীন মসজিদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রাচীনতম শতবর্ষ পুরনো পাঞ্জেখানা মসজিদটি বিলীন হয়ে গেছে সুরমা নদীরRead More
সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চিনির চালান জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই চিনির চালান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ডRead More
Comments are Closed