শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবের চক এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনে কাটা পড়ে বিনয় পাল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে সিলেট-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।
নিহত বিনয় পাল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় সাকুয়া গ্রামের বিরেন্দ্র পালের ছেলে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে বিনয় পাল রেলপথ ধরে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। নিহতের পরিবারের লোকজন খবর দেওয়া হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, বিনয় পাল নবীগঞ্জের একটি সেলুনে চুল কাটার কাজ করতেন বলে জানা গেছে।
Related News

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরে এক নির্মাণ শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।Read More

হবিগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে ২ নির্মান শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নির্মাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মানRead More
Comments are Closed