Main Menu

সিলেটে ছাদে ফুটবল খেলতে গিয়ে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণসুরমার বদিকোনায় ফুটবল খেলতে গিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে পরে ওয়াহাব মিয়া (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫ দিকে সিসিকের ২৯ নম্বর ওয়ার্ডের বদিকোনা এলাকার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের ছাদে ফুটবল খেলতে গিয়ে পা পিছলে এ শিশুর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তাকে নর্থইষ্ট মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা বলেন, ‘ফুটবল খেলতে গিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে ওয়াহাব মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়। তার বাবা একটি অপমৃত্য মামলা করেছেন। ময়নাতদন্ত ছাড়াই লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Share





Related News

Comments are Closed