রাজবাড়ীতে বালু চাপায় ৩ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীতে বালুর চাতাল থেকে ট্রাকে বালু ওঠানোর সময় স্তূপ ভেঙে নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটের হান্নানের বালুর চাতালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বালুর চাতাল মালিক হান্নানের বড় ভাই আব্দুর রহিম শেখ (৫৫), ভেকু চালক মারুফ শেখ (২০) ও ট্রাক চালক মো. রিমন আলী (২৭)।
স্থানীয়রা জানিয়েছেন, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ির পাশে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিতভাবে বালু বিক্রি করা হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে বালুর চাতালের ওপর থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। সে সময় হঠাৎ করেই বালুর স্তূপের ওপর থেকে ভেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, ভেকু চালক এবং ট্রাক চালক নিহত হন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।Read More

জাবি ছাত্রীকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়ায় লিডিং ইউনিভার্সিটির দুই শিক্ষককে গণধোলাই
বৈশাখী নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ছবি আঁকার সময় পেছন থেকে গাড়ির ধাক্কাRead More
Comments are Closed