Main Menu

ডোমারে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ডোমার উপজেলা শাখা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের খন্ড খন্ড মিছিল নিয়ে ডোমার বাটার মোড়ে নেতাকর্মীরা একত্র হয়। এরপর সকল নেতাকর্মীদের নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুরি ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।

এসময় ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডোমার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল বারি বুলবুল, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, ডোমার উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল চৌধুরী হিরো, ডোমার উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখারুল তিতুমীর, সদস্য সচিব শাহিন আলম শান্ত, সদর ইউনিয়নের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, পৌর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম পাপ্পু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, ডোমার উপজেলা জিসাস এর সভাপতি রাকিব আল আকাশ প্রমুখ।

Share





Related News

Comments are Closed