ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিতাড়িত করা হবে: লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আওয়ামীলীগ যখন বাকশাল কায়েম করে দেশের গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে মুক্তিযুদ্ধাদের স্বপ্নকে গলাটিপে হত্যা করেছিল তখন সেই প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামিলীগ ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করে রেখেছে। জনগনের সাথে আওয়ামিলীগের কোন সম্পর্ক নেই, তাই তারা নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে চায় না। আওয়ামীলীগকে আর সময় দেয়া যাবেনা। দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর রেজিস্ট্রারী মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএনপির নাম এবং ইতিহাস বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িয়ে আছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল আওয়ামীলীগ সেই প্রত্যাশা বিনষ্ট করেছিল। তারা দুঃশাসনের মাধ্যমে মানুষকে অতিষ্ঠ করে তুলে ছিল। তারা দেশের গণতন্ত্রকে হত্যা করে দেশে বাকশাল কায়েম করেছিল। তারা দেশকে অস্থিত্ব সংকটে ফেলেছিল। তখন দিশেহারা জাতিকে মুক্তির দিশা দিতে ১৯৭৮ সালে এক কঠিন বাস্তাতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ জিয়া দেশ পরিচালনার টই অল্প সময়ে দেশকে সয়ং সম্পূর্ণতার দিকে নিয়ে গিয়েছিলেন। বিএনপি যতবার দেশের হাল ধরছে ততবার মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। আওয়ামীলীগের কোন কথা দেশের মানুষ আর বিশ্বাস করে না। তারা ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত মিথ্যাচার করে। দেশবাসীকে সাথে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করে জনগনের ভোটে নির্বাচিত সরকারের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হবে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। আর তার প্রতিষ্ঠিত দল বিএনপির নেতৃত্বেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ।
সিলেট জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা নুরুল হকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সভায় বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শহীদ জিয়ার ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছিলেন, বাকশাল কায়েম করে সেই স্বপ্নকে ধ্বংস করে দেয়া হয়েছিল। পরবর্তীতে আবারো শহীদ জিয়ার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পায়। কিন্তু আওয়ামিলীগ সব বিনষ্ট করেছে। তারেক রহমানের রাজপথের ফায়সালায় জনগণ জেগেছে। এবারও বিএনপির নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ।
সমাবেশ শেষে নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
র্যালিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রং বেরঙের ব্যানার, ফেস্টুন সহকারে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ছবি নিয়ে অংশ গ্রহণ করেন।
Related News
সিলেটে কর আইনজীবির বাসায় চুরি, টাকা ও স্বর্ণাংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর সুবিধবাজার এলাকার লন্ডনি রোডে এক কর আইনজীবীর বাসায় চুরিরRead More
দুই বিধবার ঘর নির্মাণ করে দিল হেল্পিং হ্যান্ডস ডট ইউকে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৪২নং ওয়ার্ডের পূর্ব শ্রীরামপুর এলাকার দুই বিধবা মহিলার নির্মাণ করেRead More
Comments are Closed