শান্তিগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু, আহত ১
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (নোয়াবাড়ি) গ্রামে পানিতে ডুবে মাহা (৬) নামের এক কন্যা শিশু মারা গেছে। এসময় রুহান (৭) নামের অপর শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা হয়েছে।
নিহত শিশু মাহা পশ্চিম পাগলার চন্দ্রপুর (নোয়াবাড়ি) গ্রামের সৌদি প্রবাসী আফিজুর রহমানের মেয়ে এবং আহত রুহান একই গ্রামের তখজ্জুল হকের ছেলে।
বুধবার (৩০ আগষ্ট) বিকাল সাড়ে ৩টায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে। এতে দুই পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী চন্দ্রপুর গ্রামের আজাদ হোসেন জানান, বুধবার বিকালে চন্দ্রপুর গ্রাম সংলগ্ন মাঠে একসাথে গোসল করতে নামে সাঁতার না জানা নিহত মাহা ও তার ভাই তাহসিন এবং আহত রুহান ও তার ভাই মারওয়ান। গোসলের একপর্যায়ে মারওয়ান চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের জমিরুল হকের ছেলে ফাহিম দৌড়ে এসে হাবুডুবু করতে থাকা রুহানকে উদ্ধার করতে সক্ষম হন। রুহানকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তার পরিবার।
রুহানকে উদ্ধারের কিছু সময় পর নিহত মাহার ভাই তাহসিন মাহার পানিতে ডুবে যাওয়ার কথা বললে আজাদ হোসেনসহ স্থানীয়রা আবারও মাহার খুঁজে পানিতে নামেন। খোঁজাখোঁজির একপর্যায়ে মাহার মরদেহ উদ্ধার করেন। এরপর মাহার পরিবারের সদস্যরা তাকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে তার মৃত বলে ঘোষণা করেন।
এব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. আফরিন আক্তার জানান, মাহা নামের এক শিশু ইতিমধ্যে মারা গেছে। রুহান নামের অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তির জন্য স্থানান্তর করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান এখনো এব্যাপারে তথ্য পাইনি। আমি খোঁজ নিচ্ছি।
Related News

সুনামগঞ্জের ৫ স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর
সুনামগঞ্জ প্রতিনিধি: শেখ হাসিনার ভাষণের প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জে বুধবার গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধীRead More

ছাতকে প্রয়াস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে উপ মহাপরিচালক জিয়াউল হাসান
ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলার জাউয়াবাজারে প্রয়াস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষাRead More
Comments are Closed