বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে আ’লীগ নেতার মামলা

বিশ্বনাথ প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে নিজের ফেসবুক আইডিতে (মেয়র মুহিবুর রহমান) সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া’কে নিয়ে মানহানীকর বক্তব্য প্রদান করায় পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে ‘সিলেট সাইবার ট্রাইব্যুনালে’ মামলা দায়ের করেছেন উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল হক।মামলা নং ১৬০/২০২৩ইং।
বুধবার (৩০ আগস্ট) দায়ের করা মামলায় মুহিবুর রহমান ছাড়াও আরো অজ্ঞাতনামা ৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার লিখিত এজাহারে বাদী নুরুল হক উল্লেখ করেছেন, মামলার অভিযুক্ত পৌর মেয়র মুহিবুর রহমান একজন পরনিন্দাকারী, কুৎসা রটনাকারী, মিথ্যা তথ্য ও খবর প্রচারকারী হিসেবে পরিচিত। একারণেই পৌর মেয়র মুহিবুর রহমান ‘বিগত উপজেলা পরিষদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা নিয়ে বিপুল ভোটে নির্বাচিত সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য, যুক্তরাজ্যের নিউহাম ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নুনু মিয়া’র জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন জায়গায় তার (নুনু) বিরুদ্ধে নানাবিধি কুৎসা রটনা করে আসছেন।
এরই ধারাবাহিকতায় মামলায় অভিযুক্ত পৌর মেয়র মুহিবুর রহমান নিজের ফেসবুক আইডিতে উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়াকে নিয়ে মিথ্যা, নীতিভ্রষ্ট, অসৎ উদ্দেশ্যে মানহানীকর বক্তব্য আপলোড করেছেন।
উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া ছাড়াও রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মানহানীকর বক্তব্য দিয়ে আইন শৃঙ্খলাসহ এলাকার শান্তি শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছেন মামলার অভিযুক্ত পৌর মেয়র মুহিবুর রহমান।
এছাড়া মামলার অভিযুক্ত পৌর মেয়র মুহিবুর রহমান অজ্ঞাতনামা অভিযুক্তদের পরস্পরের যোগাযোগীমুলে একে অপরের সহযোগীতায় মিথ্যা, বানোয়াট, নীতিভ্রষ্ট, অসত্য মানহানীকর বক্তব্য ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করে সারা বিশ্ববাসীর সামনে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়ার মান-সম্মানে কালেমা লেপন করেছে।
এতে নুনু মিয়াসহ বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। আর দলের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ার কারণে এবং বাদী (নুরুল হক) স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা হওয়ায় মামলার অভিযুক্ত পৌর মেয়র মুহিবুর রহমানের বর্ণিত মানহানীকর অসত্য বক্তব্যে সংক্ষুদ্ধ হয়ে আইনগত পদক্ষেপ গ্রহন করার জন্য নিজেই (নুরুল হক) বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল হক বাদী হয়ে দায়ের করা মামলায় বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেনকে স্বাক্ষী রাখা হয়েছে।
Related News

ঈদে টানা ১২ দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদে টানা ১২ দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। মঙ্গলবার (২৫Read More

সিলেটে পাথর উত্তোলন বন্ধে ১৬ সরকারি কর্মকর্তাকে বেলার আইনি নোটিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন নদীতে পাথর উত্তোলন হওয়ায় ১৬ জন সরকারি কর্মকর্তাকেRead More
Comments are Closed