Main Menu

ইতিহাস গড়ে চাঁদের মাটিতে ভারতের ‘চন্দ্রযান-৩’

প্রযুক্তি ডেস্ক: চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে প্রথম কোনো দেশ হিসেবে পা রেখেছে ভারত। পৃথিবীর আর কোনো দেশ সেখানে এখন পর্যন্ত পৌঁছতে পারেনি। ঐতিহাসিক এই অভিযানের চূড়ান্ত মুহূর্ত সরাসরি সম্প্রচার করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-ইসরো।

বুধবার (২৩ আগস্ট) ভারতের স্থানীয় সময় ৬টা ৪ মিনিটে দেশটির চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম অবতরণ করে চাঁদের মাটিতে।

এর আগে একই সময়ে চন্দ্রাভিযানে গিয়ে রাশিয়ার লুনা-২৫ ভেঙে পড়েছে। কিন্তু ইতিহাস গড়ল ভারতের চন্দ্রযান-৩।

সকাল থেকেই ভারতের কোটি কোটি মানুষের চোখ ছিল চন্দ্রপৃষ্ঠের সেই অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে।

চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুর গতিপথ ধরে নামে। এর সঙ্গে সঙ্গে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর কমান্ড কক্ষে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন বিজ্ঞানীরা। জাতীয় পতাকা হাতে উচ্ছ্বসিত দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।

এর আগে চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। এবার চতুর্থ দেশ হিসেবে নাম লিখিয়েছে ভারত। এর মধ্য দিয়ে চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বও গড়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-ইসরো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আগেই জানিয়েছে, বুধবার ভারতীয় সময় ৫টা ৪৫ মিনিটে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম তার চূড়ান্ত অবতরণ শুরু করবে এবং স্থানীয় সময় ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করার চেষ্টা করবে।

অবশেষে চন্দ্রযান-৩ স্থানীয় সময় ৬টা ৪ মিনিটে অবতরণ করে এবং ইতিহাস গড়া এই অভিযানের চূড়ান্ত মুহূর্ত ইউটিউবে সরাসরি সম্প্রচার করছে ইসরো। এই মুহূর্তের সাক্ষী হয়েছে গোটা ভারত তথা বিশ্ববাসী।

রাশিয়ার চন্দ্রাভিযান লুনা-২৫ ব্যর্থ হয়েছে। তাই সবার মাঝে এক ধরণের কৌতুহল তৈরি হয়েছে। ২০১৯ সালে ভারতের চন্দ্রযান-২ চাঁদে অবতরণ করতে ব্যর্থ হয়েছিল।

 

Share





Related News

Comments are Closed