Main Menu

হবিগঞ্জে বাল্যবিয়ের হিড়িক, ৬ মাসে ৩০টি বিয়ে

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলায় ছয় মাসে ৩০টি বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার।

তিনি জানান, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা প্রোগ্রামের দেওয়া প্রতিবেদন অনুযায়ী গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত ৬ মাসে জেলার ৬টি উপজেলায় ৩০টি বাল্যবিয়ে হয়েছে। এ সময়ে ছয় উপজেলায় তারা ১০টি বাল্যবিয়ে বন্ধ করেন।

অন্যদিকে ২০২২ সালে হবিগঞ্জের ৯টি উপজেলায় ৬টি বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে মহিলা বিষয়ক অধিদপ্তর।

মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার বলেন, জেলার কোথাও বাল্যবিয়ে আয়োজনের খবর পাওয়া গেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হয়। বাল্যবিয়ে বন্ধসহ অনেককে আইনের আওতায়ও আনা হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই বাল্যবিয়ে বন্ধ করার পর পুনরায় সেটি সম্পন্ন হয়।

Share





Related News

Comments are Closed