প্রবীণ সাংবাদিক অজয় পালের মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: একাত্তরের কলমযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক অজয় পালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ।
রবিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক অজয় পালের আত্মার শান্তি কামনা কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শনিবার (৭ জানুয়ারি) রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অজয় পাল। গত বুধবার তিনি ব্রেইন স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অজয় পাল কাজ করেছেন, বাংলাদেশ, যুক্তরাজ্য, কানাডার স্বনামধন্য সব সংবাদপত্রে। জাতীয় দৈনিকের মধ্যে বাংলার বাণী, দৈনিক সংবাদ, দেশবাংলা ও বাংলাবাজার পত্রিকা ছাড়াও সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকায়ও কাজ করেন তিনি ।এছাড়াও সাপ্তাহিক একাধিক পত্রিকাও কর্মরত ছিলেন তিনি।
অজয় পাল সাংবাদিকতার পাশাপাশি ছড়াসাহিত্যেও পাল ছিলেন অনন্য, অনবদ্য। শব্দে-বাক্যে টানতে জানতেন চমৎকার অন্তমিল।
Related News

শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতৃত্বে বিশ্বজ্যোতি ও সোহেল
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট ওRead More

ঢাকাস্থ সিলেট বিভাগ সাংবাদিক সমিতির পুর্ণাঙ্গ কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় কর্মরত বৃহত্তর সিলেটের পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস)-Read More
Comments are Closed