Main Menu

ফেঞ্চুগঞ্জে দুই পক্ষের উত্তেজনা, ওরস স্থগিত করলো প্রশাসন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে ওরস নিয়ে দু’পক্ষের উত্তেজনা বিরাজ করছিলো। তবে প্রশাসনের হস্তক্ষেপে ওরস স্থগিতের মাধ্যমে পরিবেশ শান্ত হয়েছে।

জানা যায়, বিতর্কিত নজিবুল বশর মাইজভান্ডারি ওরসকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিলো। বিতর্কিত এই ব্যক্তিকে প্রতিহত করতে এলাকায় মাইকিং, প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার (৭ ডিসেম্বর) ইউনিয়নের ইলাশপুর গ্রামের জানু মিয়ার বাড়িতে এ ওরস হওয়ার কথা ছিলো।

এ ওরসে বিতর্কিত ব্যক্তি নজিবুল বশর মাইজভান্ডারিকে অতিথি করায় এ উত্তেজনার সৃষ্টি হয়।

উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ওরস স্থগিতের আবেদন জানিয়ে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। সে আবেদনর প্রেক্ষিতে প্রশাসন ওই ওরস স্থগিত করে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ.মোঃ শাফায়াত হোসেন বলেন, মঙ্গলবার রাতে দুই পক্ষ নিয়ে বসে বিষয়টির সমাধান হয়েছে। উদ্যোক্তা পক্ষ নজিবুল বশর মাইজভান্ডারির আগমন বাতিল করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

Share





Related News

Comments are Closed