Main Menu

সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের চিরিরবন্দরে সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈড় গ্রামের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, মাসুদ (৩৫), সাইদুল (৩৮) ও আলতাফ হোসেন (৪৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, নওখৈড় গ্রামের তালতলা এলাকার আমেরিকা প্রবাসী মিলনের বাড়ি নির্মাণের কাজ চলছে। কয়েক দিন আগে ওই বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ করা হয়। বুধবার সকালে মাসুদ ও সাইদুল সাটারিংয়ের মালামাল খুলতে ট্যাংকিতে নামেন। অনেকক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে শ্রমিক আলতাফও নিচে নামেন। উঠে আসেননি তিনিও।

পরে লোকজন ট্যাংকিতে নেমে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাসুদ ও সাইদুলকে মৃত বলে ঘোষণা করেন। আলতাফকে সংকটাপন্ন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ওসি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি (অপমৃত্যু) মামলার প্রস্তুতি চলছে।’

Share





Related News

Comments are Closed