Main Menu

শমশেরনগর হাসপাতালে ট্রায়াল চিকিৎসা সেবা চালু

বৈশাখী নিউজ ডেস্ক: শীঘ্রই আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হতে যাচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল আউটডোর স্বাস্থ্যসেবা। এ উপলক্ষে হাসপাতাল পরিচালনা কমিটির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।

সোমবার (১৩ মে) সকাল থেকে হাসপাতালে ডাক্তার সি এম শান আল জাহান, নার্স শেখ নাদিয়া সুলতানা সহ সংশ্লিষ্ট অন্যান্যরা ট্রায়াল হিসেবে চিকিৎসা সেবা চালু করেছেন।

মঙ্গলবার (১৪ মে) সকালে আব্দুল মন্নাফ নামের একজন রোগীর ইসিজি করা হয় এবং প্রচন্ড রোদে কাজ করে চর্মরোগে আক্রান্ত শ্রমিক সবুজ মিয়া ও আব্দুর রহিম নামের দুইজন রোগীকে সেবা প্রদান করা হয়।

এসময় হাসপাতাল পরিচালনা কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জু ও সদস্য হাজী ইউসুফ আলী সহ হাসপাতালের ডাক্তার, নার্স ও সংশ্লিষ্ট স্টাফরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed