নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় বাবা-ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাওয়ে পিকআপ ভ্যানের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার কান্দিগাওয়ের ইউসুফ আলী (৫০) ও তার শিশু পুত্র আহমদ আলী (৫)।
এলাকাবাসী জানান, ছেলেকে নিয়ে ইউসুফ আলী সকালে মহাসড়কের পাশে দোকান থেকে বিস্কুট নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পিকআপ ভ্যান চাপায় প্রাণ যায় তাদের।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব। পিকআপ এবং তার চালককে আটক করা যায়নি বলে জানিয়েছেন তিনি।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, ইউসুফ আলী তার একমাত্র ছেলে মোহাম্মদ আলীকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ শিশু মোহাম্মদ আলী দৌঁড়ে মহাসড়ক পারাপার হওয়ার চেষ্টা করে। তখন ছেলেকে বাঁচাতে দৌঁড়ে যান ইউসুফ আলী। এ সময় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় শিশু মোহাম্মদ আলীর মাথা থেতলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ইউসুফ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। দুর্ঘটনার পর দ্রুত পিকআপ ভ্যান পালিয়ে যায়।
ওসি বলেন, পরে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে।
এরআগে সোমবার এই মহাসড়কের মাধবপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ হারান ৪ জন।
Related News

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বিএনপির মানববন্ধনকে কেন্দ্র করে পুলিশ-বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুই সাংবাদিকসহRead More

সিলেট পথে ৩ ঘন্টা বন্ধ ট্রেন চলাচল
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হলে সিলেটের সঙ্গে ট্রেনRead More
Comments are Closed