দুই দফা ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে দুই দফা মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিট ও ১০টা ৫১ মিনিটে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। তবে সিলেট আবহাওয়া অফিস তাৎক্ষনিক ভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা জানাতে পারেনি। ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।
নগরীর লালবাজারের বাসিন্দা কামরুল ইসলাম জানান হঠাৎ করে ভূমিকম্পের কারণে তার বাসার ৯তলা ভবনটি কেপে উঠে। এসময় নিরাপধ আশ্রয়ের জন্য মানুষ দৌঁড় শুরু করেন। ভূমিকম্পের তীব্রতা খুবই কম ছিল বলে তিনি জানান। এমনকি অনেকেই সড়কে গাড়ি রেখে নেমে যান।
এরআগে গত ২৮ এপ্রিল সকাল ৮টা ২১ মিনিটে সিলেটে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
Related News

মধ্যরাতে কেঁপে উঠল উত্তরবঙ্গ
বৈশাখী নিউজ ডেস্ক: উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩০ জুলাই) দিবাগত রাতRead More

চট্রগ্রামে ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের আশেপাশের বেশ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১ মে)Read More
Comments are Closed