সাপাহারে মহিলা আওয়ামীলীগের মিছিল সমাবেশ

মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে সম্প্রতি দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ, মৌলবাদের বিস্তার পরিলক্ষিত হচ্ছে তার বিরুদ্ধে সাপাহার উপজেলা শাখা মহিলা আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সাপাহার উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয় এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ সমাবেশে মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চৌধুরী, সহ-সভাপতি সাজেদুল আলম।
বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্পাত জেরিন মিনা।
সমাবেশে বক্তারা বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধৃস্টতা দেখাবে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই বাংলার মাটিতে তাদেরকে প্রতিহত করবে।
এ সময় মহিলা আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়াও আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
Related News

বাংলাবান্ধা স্থলবন্দরে কাস্টমস দিবস পালিত
মোঃ সফিকুল আলম দোলন, প্রতিনিধি পঞ্চগড় : বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে মতবিনিময় সভাRead More

সাপাহারে শিশু ও বয়স্কদের মাঝে কম্বল বিতরণ
মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে এতিম, থ্যালাসামিয়া এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ওRead More
Comments are Closed