গোলাপগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে গাছ থেকে পড়ে গিয়ে মিনহাজ আহমদ (৩২) নামে যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর কালাকোনা (বেটাইরটুল) গ্রামে এ ঘটনা ঘটে।
পেশায় দিনমজুর মিনহাজ আহমদ উপজেলার কালাকোনা (কোনাপাড়া) গ্রামের মনোফর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ আহমদ শনিবার দুপুরে উত্তর কালাকোনা (বেটাইরটুল) গ্রামে গাছ কাটতে যান। সেখানে গিয়ে গাছের ডাল কাটতে গাছে উঠলে অসাবধানবশত গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বাঘা ইউনিয়নের চেয়ারম্যান ছানা মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News

খাদিমে নাঈম হত্যা, আরও ২ কিশাের গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান থানাধীন খাদিমে নাঈম আহমদকে হত্যার ঘটনায় আরও দুই কিশোরকে গ্রেপ্তারRead More

সিলেটে দুই ল্যাবে ৪ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই ল্যাবে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেলRead More
Comments are Closed