ফোনে প্রবাসী স্বামীর সাথে কথা বলার পর স্ত্রীর আত্নহত্যা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রাম থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার বুড়দেও গ্রামের ফ্রান্স প্রবাসী ফরহাদ রহমানের স্ত্রী শিরীন আক্তার ঝিনুক( ২১) আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত শিরীন আক্তার ঝিনুক গোয়াইঘাট উপজেলার কচোয়ার পাড় গ্রামে জালাল উদ্দীনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রবাসী স্বামীর সাথে মোবাইলে দীর্ঘক্ষন কথা বলেন শিরীন। রাত অনুমান ১টার দিকে ফ্রান্স প্রবাসী ফরহাদ তার স্ত্রী শিরীনকে অনেকবার ফোন দেয়ার পরও রিসিভ না করলে তার সন্দেহ হয়। তিনি তার মা, ভাই বোনদের বললে পরিবারের লোকজন শিরীনকে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষন ডাকাডাকির পরও সারাশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে রাত ৩ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
শিরীনের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, শিরীনের স্বামী প্রবাসী থাকার পরও শিরীনের এমন মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। লাশ দাফনের পরে পারিবারিক সিন্ধান্তে প্রয়োজনে আইনী সহায়তা নেওয়া হবে জানান।
প্রবাসী ফরহাদের বন্ধুদের কাছ থেকে জানা যায়, ফরহাদ ও শিরীনের বিয়ে মাত্র ১৫ মাস হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভোর রাতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা কেন করেছে সে কারণ বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
Related News

খাদিমে নাঈম হত্যা, আরও ২ কিশাের গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান থানাধীন খাদিমে নাঈম আহমদকে হত্যার ঘটনায় আরও দুই কিশোরকে গ্রেপ্তারRead More

সিলেটে দুই ল্যাবে ৪ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই ল্যাবে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেলRead More
Comments are Closed