Main Menu

সিলেটে আরো ৩৯ জনের করোনা শনাক্ত, সুস্থ ৪২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর এসময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে ছিলেন এমন আরও ৪২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে নতুন শনাক্ত ৩৯ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ১৮ জন, মৌলভীবাজারে ৮ জন, হবিগঞ্জে ৬ জন ও সুনামগঞ্জে ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন আরও ৫ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে।

একই সময়ে সুস্থ হওয়া ৪২ জনের মধ্যে সিলেটে সুস্থ হয়েছেন ৪১ জন ও মৌলভীবাজারে একজন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৫৮ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ১৬৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৭১ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় বর্তমানে ৫৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ৪১৭ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২৪ জন।

Share





Related News

Comments are Closed