Main Menu

ডোমারে অগ্নিকান্ডে ২১টি ঘর পুড়ে ছাই

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি পরিবারের বসত ঘর পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল ভূষ্মিভুত হয়েছে বলে জানাগেছে।

রোবরাব রাতে উপজেলার গোমনাতী ইউনিয়নের মৌজা গোমনাতীর ডারার পাড় এলাকায় বদরুল আলমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে ১০টি পরিবারের ২১টি ঘর পুড়ে যায়। ধান, চাল, আসবারপত্র সহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে।

ডোমার ফায়ার সার্ভিস দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।

তবে স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, যথা সময়ে ঘটনাস্থলে পৌছলেও রাস্তার সমস্যার কারনে ভ্যানযোগে মেশিন ও যন্ত্রপাতি নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।

ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে কম্বল ও নগদ ২ হাজার করে টাকা বিতরন করেন।

 

Share





Related News

Comments are Closed