Main Menu

শ্রীমঙ্গলে যুব দিবসে র‌্যালী ও মেলা

শ্রীমঙ্গল প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যুব দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সহায়তায় বৃটিশ কাউন্সিলের সার্বিক সহায়তায় বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে পৌর সভা প্রাঙ্গণে র‌্যালী উদ্ভোধন করেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নেতৃত্বে এবং ম্যাক বাংলাদেশ ও সমাজ প্রগতি সংস্থার সহযোগিতায় র‌্যালীটি চৌমুহনী ঘুরে শ্রীমঙ্গল পৌরসভা মাঠে এসে শেষ হয় এবং যুব মেলার উদ্ভোধন করা হয়।

এতে যুব ও স্থানীয় ম্যাপ সদস্য কর্তৃক বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্প প্রদর্শন করা হয়। যুব মেলায় উপস্থিত ছিলেন ইউরোপীয়ান ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার ড্যানিয়েল, প্রোগ্রাম ম্যানেজার কিশোয়ার্র আমিন, পি ফর ডির ডেপুটি টিম লিডার নাজির আহমদ খান ও টিম লিডার আরসেন।

এছাড়াও র‌্যালীতে স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ প্রায় ৫ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ গ্রহন করেন।

Share





Related News

Comments are Closed