Main Menu

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নাগরিক অধিকার রক্ষা আন্দোলন সিলেট এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতে মঙ্গলবার (৬ আগষ্ট) বিকাল ৪টায় নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কোর্ট পয়েন্ট-চৌহাট্টা পর্যন্ত সচেতনামূলক লিফলেট বিতরন করা হয়।

নাগরিক অধিকার রক্ষা আন্দোলন সিলেট এর সংগঠক বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি জাকির আহমদের সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জল রায়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সাম্যবাদী দল সিলেট জেলা সাধারণ সম্পাদক ধীরেণ সিংহ, গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সিকান্দর আলী, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া চৌধুরী, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব প্রমুখ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ সিলেট মহানগর সহ সভাপতি ফেরদৌস আরবী, গণতন্ত্রী পার্টি জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, জাসদ জেলা অর্থ সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী, বাসদ (মার্কসবাদী) সুশান্ত সিনহা সুমন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকার দুই মেয়রের ব্যর্থতার কারণে ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়েছে। এই অবস্থয় জনগণের সচেতনতাই ডেঙ্গুর মহামারি থেকে রক্ষা করতে পারে।
বক্তারা মশা নিধনে কার্যকর এবং মানসম্পন্ন পর্যাপ্ত এবং মানসম্পন্ন পর্যাপ্ত ঔষধ প্রত্যেক জেলা-উপজেলায় দ্রুত সরবরাহ করা, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু পরীক্ষার কীট সরবরাহ করার আহবান জানান জানান বক্তারা।

Share





Related News

Comments are Closed