Main Menu

রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসবের লোগো উন্মোচন

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফরের শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠিতব্য “সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব” এর লগো উন্মোচন পর্ব সম্পন্ন হয়েছে।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে লগো উন্মোচন করেন সাবেক অর্থমন্ত্রী ও রবীন্দ্র গবেষক আবুল মাল আব্দুল মুহিত।

এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ উৎসব উদযাপন পরিষদের সদস্যরা।

এর আগে বক্তব্যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, “১৯১৯ সালে রবীন্দ্রনাথের সিলেট ভ্রমণের মাধ্যমে এ অঞ্চলের ঐতিহ্য গৌরবান্বিত হয়েছে। রবীন্দ্রনাথ আন্তর্জাতিক হয়েও তিনি ছিলেন আপাদমস্তক বাংগালী। বাংলার প্রকৃতি ও প্রাণ তাঁর সৃষ্টিকর্মে প্রেরণা যুগিয়েছে। তাঁর সিলেট আগমনের শতবর্ষ স্মরণোৎসব রবীন্দ্রচর্চার তীর্থভূমিতে পরিণত হবে।”

আগামী ৮ ও ৯ নভেম্বর সিলেটে দু’দিনের স্মরণোৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের সমাপনী পর্বে রবীন্দ্রসংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

0Shares

Related News

Comments are Closed