Main Menu

ওসমানী বিমানবন্দরে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস।

শুক্রবার সন্ধ্যে সাগে ৬টায় ওমানের মাসকট থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২২২ ফ্লাইট থেকে আবির হোসেন (৩১) নামের ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়।

আটক আবির আবির হোসেন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার উত্তর বল্লাখালি গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি ওমানের মাসকাট থেকে আসছিলেন। তার গন্তব্যস্থল ছিল ঢাকার শাহজালাল(র.) আন্তর্জাতিক বিমানবন্দর।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের একটি সূত্র জানায়, আবির হোসেনের হাতব্যাগ তল্লাশি করে ২৫টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৯০০ গ্রাম।

বিষয়টি নিশ্চিত করে ওসমানী বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা নুরুল আমিন জানান, মামলা দিয়ে আবির হোসেনকে বিমানবন্দর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed