Main Menu

ক্যান্সারের কাছে হার মানলেন ডা: তানিম

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ক্যান্সারের কাছে হার মানলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তানিম আহমদ চৌধুরী। গত মঙ্গলবার (২২ জানুয়ারী) বিকেলে শেষ নি:শ্বাস ত্যাগ করেন উদীয়মান এ চিকিৎসক (ইন্না–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। তিনি চিকিৎসক স্ত্রী, ১ কন্যা, মা ও বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শোয়েব আহমদ চৌধুরীর পুত্র ডা.তানিম আহমদ চৌধুরী সিলেট মহানগর ছাত্রলীগেরও সাবেক সহ সভাপতি ছিলেন।

Manual3 Ad Code

গতকাল বুধবার বেলা ২টায় গোলাপগঞ্জ উপজেলার রণকেলীতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

মৃত্যুর সংবাদ পেয়ে তার আম্বরখানাস্থ বাসায় তার লাশ দেখতে যান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীসহ দলের নেতা-কর্মীরা। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আম্বরখানাস্থ বাসায় ও গোলাপগঞ্জ উপজেলার রণকেলীতে নামাজে জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের নিকট আত্মীয় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীসহ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং সমাজের সর্বস্তরের মানুষ।

Manual8 Ad Code

এদিকে সিলেট জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ চৌধুরীর পুত্র সিলেট মহানগর ছাত্র লীগের সাবেক সহ সভাপতি ডা.তানিম আহমদ চৌধুরীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code