অসামাজিক কার্যকলাপ, সিলেটে ৪টি হোটেল সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: অসামজিক কার্যকলাপের অভিযোগে সিলেট নগরীতে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে চারটি হোটেল সিলগালা করা হয়েছে। এছাড়া এই সময়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এসব হোটেল থেকে ১২ জন নারী পুরুষকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ।
সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে শুক্রবার (২৪ অক্টোবর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সিলগালা করা হোটেলগুলো হলো- সিলেট রেস্ট হাউজ, বিলাস আবাসিক হোটেল, গ্রান্ড সাওদা হোটেল ও আল সাদী হোটেল।
এছাড়া গত এক সপ্তহে ইয়াবা ২৫০ পিস, বিদেশী মদ ৫৮৭ বোতল, গাঁজা ২০০ গ্রাম ও চোলাই মদ ১০২ লিটার উদ্ধার করেছে মহানগর পুলিশ।
চোরাচালান পণ্য উদ্ধারের মধ্যে রয়েছে- ভারতীয় শাড়ি ২০৭১ পিস, ভারতীয় চকলেট ৩১ প্যাকেট, স্কিন কেয়ার ক্রিম ১৬০০ পিস, ভারতীয় বিড়ি ১,৬৮,০০০ শলাকা, বিদেশী সিগারেট ৭৭০ প্যাকেট।
গত সপ্তাহে নগরী থেকে মাদক ব্যবসায়ী ১৬ জন, তালিকাভুক্ত ছিনতাইকারী ১০ জন ও চিহ্নিত চোর ২৪ জনসহ মোট দুই শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, সিলেট মহানগর সভাপতিRead More
সিলেট ট্যুরিস্ট ক্লাবেরর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছেন, বিশ্বRead More



Comments are Closed