Main Menu

সিলেটে যুবদল কর্মী রনি হত্যা মামলার আসামী ইমা আটক

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে যুবদল কর্মী জসিম উদ্দিন রনি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা ইমাকে আটক করেছে র‌্যাব।

Manual2 Ad Code

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঢাকার বংশাল এলাকা থেকে র‌্যাব-৯ ও র‌্যাব-২ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো পাঠিয়েছে গোলাপগঞ্জ থানা পুলিশ।

এ তথ্য টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) এ কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual3 Ad Code

নিহত জসিম উদ্দিন রনি (২৯) গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় যুবদলের কর্মী এবং দুই সন্তানের জনক ছিলেন।

অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া এলাকার বাবুল আহমদের ছেলে।

Manual5 Ad Code

সূত্র জানায়, গত (১০ আগস্ট) রাতে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলীতে জসিম উদ্দিন রনিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যার আগে রনি অভিযুক্ত রাজু আহমদের পরকীয়ার সম্পর্কিত বিষয়ে তার নিজ নামীয় ফেসবুক আইডিতে একাধিক পোস্ট দেন। এ ঘটনার জের ধরেই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে ধারণা করছে পুলিশ।

Manual3 Ad Code

হত্যার পরপরই ঘাতক রাজু দেশ ছেড়ে পালিয়ে যান বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code