Main Menu

এক বাসা থেকে ১৮ নারী-পুরুষ আটক

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসের দায়ে ১৮ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। আটকদের মধ্যে ১২ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।

Manual3 Ad Code

সোমবার (১০ নভেম্বর) সকালে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৯ নভেম্বর) রাতে উখিয়া থানার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকার বিভিন্ন ভাড়া বাসায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ক্যাম্পের বাইরে থাকা ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

তিনি আরও জানান, সম্প্রতি রোহিঙ্গারা অবৈধভাবে ক্যাম্পের বাইরে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করছে। এসব রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসে খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে কক্সবাজারসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

Manual3 Ad Code

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান রোধে র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code