আবারও জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: রুকনদের ভোটে আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
রোববার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এর আগে ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকনদের) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন।
এরপর শনিবার (১ নভেম্বর) রাতে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
তবে তার ভোট সংখ্যা কিংবা নিকটতম প্রতিদ্বন্দ্বীর নাম ও ভোটের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
গঠনতন্ত্র অনুযায়ী তিন বছরের জন্য জামায়াতের আমির নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পদগুলোতে দায়িত্ব বণ্টন করে থাকেন।
গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গিয়েছিলেন শফিকুর রহমান। এরপর হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় তার ওপেন হার্ট সার্জারি করা হয়। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেছেন।
শফিকুর রহমানের জন্ম ১৯৫৮ সালের ৩১ অক্টোবর, মৌলভীবাজারের কুলাউড়ায়। তিনি ১৯৭৪ সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ১৯৮৩ সালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে শফিকুর।
রাজনীতিতে তার হাতেখড়ি স্কুল জীবনেই, ১৯৭৩ সালে নাম লেখান জাসদ ছাত্রলীগে। এরপর ১৯৭৭ সালে যোগ দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে। এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দয়িত্ব পালন শেষে ১৯৮৪ সালে যোগ দেন মূল দল জামায়াতে ইসলামীতে।
ব্যক্তি জীবনে শফিকুর রহমান দুই মেয়ে ও এক ছেলের জনক, যারা সবাই চিকিৎসা পেশায় নিয়োজিত। জামায়াত আমিরের স্ত্রী আমিনা বেগমও চিকিৎসক, তিনি অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।
Related News
আসন্ন সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিকRead More
আসন্ন সংসদ নির্বাচনে ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনেRead More



Comments are Closed