Main Menu

নবীগঞ্জে টিকটক ভিডিও বানানোর অভিযোগে তিন শিক্ষার্থী বহিষ্কার

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ক্লাস চলাকালীন মোবাইল ফোনে ভিডিও ধারণ ও টিকটক ভিডিও তৈরির অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

Manual7 Ad Code

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক গত শনিবার (৪ অক্টোবর) স্বাক্ষরিত নোটিশে বহিষ্কারের নির্দেশ দেন। বহিষ্কৃতরা হলেন: আব্দুল রকিব (রোল নং–১০১), নাঈম খান (রোল নং–৭৬) এবং ইমানী মিয়া (রোল নং–৬৪)।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে ক্লাস চলাকালীন সময় তারা মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ করেন। বিষয়টি লক্ষ্য করলে শিক্ষকরা তদন্তের পর শাস্তিমূলক ব্যবস্থা নেন।

Manual5 Ad Code

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক বলেন, “বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এমন কাজ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Manual2 Ad Code

স্থানীয়রা শিক্ষার্থীদের এমন আচরণকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন এবং বিদ্যালয়ে শৃঙ্খলা ও নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code