মৌলভীবাজারে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কনকপুর এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রসাধনী, শাড়ি ও সিগারেট। এটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
মৌলভীবাজার আর্মি ক্যাম্প জানায়, সোমবার (৬ অক্টোবর) দুপুর দেড়টায় ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে কনকপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করানো হয়েছিল।
ক্যাম্প কমান্ডার বলেন, “সেনাবাহিনী ও বিজিবি এলাকায় অবৈধ চোরাচালান, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।”
Related News
কমলগঞ্জে অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার
Manual3 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা শীর্ষক একটি সেমিনার মৌলভীবাজারেরRead More
বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেRead More



Comments are Closed