এইচএসসি পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে চলার ৭ নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে চলার জরুরি সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত ১৬ জুন একটি স্বাস্থ্যবিধি প্রকাশিত হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে চলার সাতটি নির্দেশনা–
১. কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ পরীক্ষা–সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলক ‘মাস্ক পরিধান’ করতে হবে।
২. এইচএসসি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে ‘হ্যান্ড স্যানিটাইজার’ রাখতে হবে।
৩. ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের ভেতর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
৪. এইচএসসি পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের ভেতরে মশকনিধন ওষুধ স্প্রে করতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে।
৫. এইচএসসি পরীক্ষা কক্ষের আসনবিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে।
৬. প্রতিটি পরীক্ষাকেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে। এ বিষয়ে সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।
৭. জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে।
এ অবস্থায় শিক্ষক-পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
Related News

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল একযোগে প্রকাশRead More

মাদরাসা বোর্ডের বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যা পরিস্থিতির কারণে বৃহস্পতিবারের (৯ জুলাই) আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবারRead More
Comments are Closed