জাফলংয়ে বিজিবিকে তথ্য দেওয়ায় পর্যটকের ওপর হামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাদক ব্যবসায়ীকে শনাক্ত করে দেওয়ায় পর্যটকদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ জুন) ঈদুল আজহার তৃতীয় দিন বিকেল সাড়ে ৪ টার দিকে জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, পর্যটকদের মারধর করেছেন কয়েকজন যুবক। একজন যুবক উচ্চস্বরে গালিগালাজ করছেন এবং লাঠি দিয়ে দুই তিনজনকে পেটাচ্ছেন। সময় একজন নারীর চিৎকারও শোনা যাচ্ছে।
জানা গেছে, স্থানীয় কয়েকজন যুবক মাদক নিয়ে যাচ্ছিলেন। বিজিবি তাদের দেখে ধাওয়া করে। এসময় বেড়াতে আসা কয়েকজন পর্যটক বিজিবিকে তথ্য দেয়। বিজিবি মাদক ব্যবসায়ীদের না পেয়ে চলে যায়। পরে বিজিবিকে তথ্য দেওয়াকে কেন্দ্র করে ওই পর্যটকদের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা।
ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন বিষয়টি দ্রুত মিমাংসা করে দিয়েছেন বলেও জানা গেছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন বলেন, বিষয়টি অবগত হয়েছি। বখাটেরা পর্যটকের ওপর হামলা করার সাথে সাথেই স্থানীয়রা বিষয়টি প্রতিহত করে। পরে সাংবাদিক ও ইউপি সদস্য মিলে ঘটনাস্থলেই বিষয়টির মিমাংসা হয়েছে।
Related News

কোম্পানীগঞ্জে পাথর লুটপাট, ৫ জনকে কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে পাথর লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।Read More

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর, গ্রেপ্তার ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে উপজেলা যুবদল নেতা আহবাব হোসেন ওরফে আহবাবুলের নেতৃত্বে মসজিদের মাইকে ঘোষণাRead More
Comments are Closed