দোয়ারাবাজার সীমান্ত থেকে ৯টি ভারতীয় গরু জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তের ইদুকোনা এলাকা থেকে ৯টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (১০ জুন) সকালে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলা বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি বিওপির সদস্যরা গরুগুলো জব্দ করে।
বিজিবি জানিয়েছে, ৯টি গরুর আনুমানিক মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা।
এদিকে ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করা সম্ভব হলেও চোরাচালান কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে ৯টি ভারতীয় গরু আটক করা হয়েছে। গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
Related News

শান্তিগঞ্জে ৬৮০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর গ্রামে দুই মাদক ব্যবসায়ীর বসত বাড়ীতেRead More

ছাতকে পৌর যুবলীগের সদস্য বদরুল আলম গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: ছাতকে পৌর যুবলীগের সদস্য, ভুমিখেকো, জবর দখলকারি বিভিন্ন মামলার পলাতক আসামী বদরুল আলমকেRead More
Comments are Closed