Main Menu

দিরাইয়ে দিনব্যাপী নৃত্য বিষয়ক কর্মশালা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয় উপজেললায় অঞ্জলি নৃত্যনিকেতন ও অনির্বাণ নৃত্যাঙ্গনের উদ্যোগে দিনব্যাপী নৃত্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা গণমিলনায়তন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অঞ্জলি নৃত্য নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও অনির্বান নৃত্যাঙ্গনের প্রশিক্ষক সুচিতা রায়ের সার্বিক পরিচালনায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আমন্ত্রিত নৃত্যগুরু নিলাঞ্জনা যুঁই।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অংকুর সাংস্কৃতিক সেবা পরিষদ’র প্রশিক্ষক বিষ্ণু পদ দাস, সাংষ্কৃতিক জোটের আহ্বায়ক নারায়ণ চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান লিটন,দিরাই উপজেলা খেলাঘর সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, উদীচী দিরাই শাখা সভাপতি মনোজ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক অনুপম দাস,শিক্ষক বকুল রায় প্রমূখ।

৩০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণে দিনব্যাপী কর্মশালায় নৃত্যের তালিম দেন নৃত্যশৈলী সিলেটের প্রতিষ্টাতা ও পরিচালক নৃত্য গুরু নিলাঞ্জনা যুঁই। নৃত্য কর্মশালা পরবর্তীতে অংশ গ্রহণকারী প্রত্যেকের হাতে সনদ প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed