Main Menu

ব্রাহ্মনবাড়িয়ায় ১৫১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার থেকে ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বুধবার (২৮ মে) বিকেল ৪টার দিকে ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া বাসষ্ট্যান্ডে গাড়ির চেকপোষ্ট চলাকালে একটি সিলভার রঙয়ের প্রাইভেটকার থেকে ১৫১ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা থানার জৈনপুর (বড়বাড়ি) এলাকার মৃত শামছুল হকের ছেলে মো. আব্দুল মজিদ (৪৫) ও মোগলাবাজার থানার পাটান পাড়া, শিববাড়ি এলাকার অনিল মিয়ার ছেলে মো. আব্দুর রহমান (২৫)।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (২৮ মে) আনুমানিক ৪টার দিকে ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া বাসষ্ট্যান্ডে গাড়ির চেকপোষ্ট চলাকালে একটি সিলভার রঙয়ের প্রাইভেটকারকে সিগন্যাল দিলে তখন প্রাইভেটকারের ভেতরে থাকা দুই ব্যক্তি কৌশলে পালানো সময় তাদেরকে আটক করা হয়। এসময় প্রাইভেটকারে তল্লাসী চালিয়ে ব্যাক ডালার ভেতরে ৫টি কালো রঙয়ের পলিথিনের ভিতর ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed