আমেরিকায় ২ গ্রুপের সংঘর্ষে সিলেটি যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: আমেরিকার জারিকা শহরে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের বিশ্বনাথের ইফজা আহমদ (২৭) নিহত হয়েছেন।
সোমবার (২৬ মে) আমেরিকা সময় রাত ৮টায় জারিকা শহরের একটি রাস্তা এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৭ মে) সকালে আমেরিকায় নিহত ইফাজের দাফন সম্পন্ন হয়েছে। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের শফিক আলীর ছেলে।
বাংলাদেশে থাকা নিহত ইফাজ আহমদের মামা শানুর মিয়া জানান, আমেরিকায় ইফাজ আহমদ স্নাতক পাশ করে একটি প্রাইভেট কম্পাানিতে কাজ করে আসছিল। তার বড় স্বপ্ন ছিল আমেরিকায় নতুন একটি বাসা ক্রয় করা। তার সে স্বপ্ন পূরণ হলো না। দুর্বৃত্তদের গুলিতে তার প্রাণ হারাতে হলো।
ইফাজ আহমদের পিতা-মাতাসহ পরিবারের সবাই আমেরিকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।
তিনি জানান, আমেরিকা জারিকা এলাকায় বাঙালি পাড়ায় দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। জরিমানার টাকা নিয়ে ওই দুই গাড়ির চালকের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। পরে দুটি পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।
এতে গুলিবিদ্ধ হয়ে ইফাজ আহমদ নিহত হন। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯টায় নিহতের জানাযার নামাজ শেষে সেখানে দাফন সম্পন্ন হয়। তাদের কাছে আমেরিকা থেকে খবর আসে ইফাজ দুর্ঘটনায় পড়েছে। কি দুর্ঘটনা সেটি বোঝার আগেই খবর আসে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনা শোনার পর থেকে আমরা নির্বাক হয়ে যাই। এমন খবরের জন্য আমরা প্রস্তুত ছিলাম না।
Related News

কানাডায় পানিতে ডুবে প্রাণ হারালেন দুই বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় শান্ত স্টারজন লেক হঠাৎই রূপ নিলো মর্মন্তুদ এক ট্র্যাজেডিতে। প্রাণ হারালেনRead More

কার্ডিফে পবিত্র ঈদ উল আদ্বহা উদযাপন
সালেহ আহমদ (স’লিপক): বৃটেনের কার্ডিফে আত্মত্যাগ ও বিসর্জনের মহান বার্তাকে বুকে লালন করে মুসলিম কমিউনিটিRead More
Comments are Closed